ছিনতাই না করতে পেরে ছুরি হাতে ঘুরছে বাসের চারপাশে। প্রকাশ্যে ছিনতাইকারীদের এমন আচরন দেখে হতবাক নেটেজেনবাসী। তবে সকলের চেহারা শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করেত পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। মঙ্গলবার ধারণকৃত এই ভিডিওটিতে রাজধানীর ছিনতাইকারীদের উগ্রতা ফুটে এসেছে।
রাজধানীর আসাদগেটে মিরপুর সড়কে বাসে থাকা যাত্রীর মোবাইল ছিনতাই করতে ব্যর্থ হয়ে এমনভাবেই ছুরি চাকু নিয়ে ঘুরছিল ছিনাতাইকারীরা। এদিকে বাসে থাকা যাত্রীরা আতঙ্কে নিজ নিজ সিটের জানালা লাগিয়ে দেয়। তাঁদের মধ্যে রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা জাদরান আসিফ নামের এক তরুণ। তিনি পুরো বিষয়টি ভিডিও করেন। পরে ফেসবুকে আপলোড করলে অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।
দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, বাসের যাত্রীরা সুপারভাইজারকে গেট লাগাতে বলছে। যাত্রীরা একজন আরেক জনকে জানালা লাগাতে বলছে। এদিকে কয়েকজন তরুণ যানজটের মধ্যে ছোটাছুটি করছেন। তাঁদের হাতে ধারালো অস্ত্র। পুরো ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন বাসের পেছনের সিটে বসে থাকা এক যাত্রী। পরে সেই যাত্রীর থেকে ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন আসিফ।
ঘটনার বিষয়ে জানতে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ফেরার পথে বাসটি আসাদগেট মোড়ে এসে থামলে কয়েকজন ছেলে আমাদের বাসের এক যাত্রীর মোবাইল টান দেয়। এই সময়ে তিনি চিৎকার দিলে ছেলেদের কোমরে থাকা ছুরি বের করে কোপ দেওয়ার চেষ্টা করে। সবাই বাসের জানালা বন্ধ করে দেয়। এসময় অস্ত্র হাতে ছেলেগুলো সব বাসে হামলা করে ভাঙচুর করার চেষ্টা করে। এমন সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয়, চালক গাড়ি দ্রুত টান দেন।’
এই বিষয়ে ভুক্তভোগী রাসেল চৌধুরী জানান, আমাদের বাস জ্যামে ছিল। আমার মোবাইল হাতে। এ সময় কয়েকজন তরুণ এসে আমার মোবাইল টান দেয় কিন্তু নিতে পারে না। নেওয়ার জন্যে চেষ্টা চালায়। তাদের মুখে মাস্ক ছিলো, হাতে ধারালো অস্ত্র। আমাদের বাসের দরজা, জানালা বন্ধ করে দেয়া হয়। তারা ঢিল ছুঁড়ে।
এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের ধরতে মোহাম্মদপুর থানাসহ তেজগাঁও বিভাগের বিশেষ টিম কাজ করছে।’