এপ্রিল ২৭, ২০২২, ০৭:৪০ পিএম
রাজধানীর কোথাও জায়গা না পেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাড়িতে থানা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
বুধবার দুপুরে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন স্থাপনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
আরও পড়তে পারেন: পরিত্যক্ত সম্পত্তি ছিল, বরাদ্দ হওয়ায় এখন এটা পুলিশের
জাফরুল্লাহ চৌধুরী বলেন, “কোথাও জায়গা না পেলে মাননীয় মন্ত্রী আপনার বাড়ির একটু জায়গা দেন। তাতে আপনার সুনাম হবে। আর কোথাও জায়গা না পেলে পাশের বহুতল ভবনের চারতলা-পাঁচতলা নিয়ে নেন, সেখানে থানা করেন।”
তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে আন্দোলনকারীদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাষ্টি আরও বলেন, “আপনারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া চলবে না, আমরা সম্মিলিতভাবে মাঠকে রক্ষা করবো।”
নিজে আন্দোলনকারীদের সঙ্গে আছেন উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, “ মাঠের পাশে দেয়াল, ইট-বালি ছুড়ে ফেলার আন্দোলনে আমি আপনাদের সঙ্গে থাকবো। নিজের জীবনের জন্য এ মাঠ আমাদের রক্ষা করতে হবে।”
‘তেঁতুলতলা মাঠ শিশুদের ফুসফুস, বয়স্কদের ফুসফুস’ মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের এই ট্রাষ্টি আরও বলেন, “এ ফুসফুস নষ্ট করতে দেওয়া যাবে না। এখানে থানা নির্মাণের অন্যায় অনুমতি পেলেই আমরা মেনে নেব না। এখান থেকে ইট-পাথর সরাতে হবে, না হলে আমরা এখানে আস্তানা গাড়বো।”
প্রসঙ্গত, তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনে সক্রিয় হওয়ায় গত রবিবার ১৩ ঘণ্টা কলাবাগান থানায় আটকে রাখা হয় ওই এলাকার বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে। পরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ অধিকারকর্মীদের বিক্ষোভের মুখে রাত সাড়ে ১২টার দিকে থানা থেকে মুক্তি পান সৈয়দা রত্না ও তাঁর ছেলে।