ঢাকায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০৪:২৭ পিএম

ঢাকায় আসছেন ডেনমার্কের  রাজকুমারী

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের সফরে আগামী সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় আসছেন। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ও সাতক্ষীরা যাবেন। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়ে বলেছে, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন। শুনবেন তাদের ওপর কীভাবে মিয়ানমারের জনতা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছিল। এ ছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছেও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর।

বাংলাদেশ সফরকালে তিনি সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ২৭ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন।

Link copied!