দেড় কোটি টাকার সোনার বার ছিনতাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০১:৪৯ পিএম

দেড় কোটি টাকার সোনার বার ছিনতাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

দেড় কোটি টাকা মূল্যের ২০টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালীতে ঘটে সোনার বার ছিনতাইয়ের ওই ঘটনা। এ ঘটনায় ফরিদপুরের বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তৌফিক খান সাদিদকে রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে এ খবর জানা যায়।

তৌফিক খান সাদিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, গত শুক্রবার সোনা ছিনতাইয়ের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী রাসেল মিয়া একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ওই রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এরপরে রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে বালিয়াকান্দি থেকে গ্রেপ্তার করা হয়। 

প্রসঙ্গত, শুক্রবার সকালে ফরিদপুরের গড়াই সেতুর টোলঘর এলাকায় সোনার বার ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাসেল মিয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী কুমিল্লা থেকে চুয়াডাঙ্গায় যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন।

Link copied!