নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচার মিছিলে পিকআপ থেকে পড়ে ২ শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিহতরা হলো, মেহেরাজ উদ্দিন (১২) ও মো. সম্রাট (১১)।
মেহেরাজ ওই ইউনিয়নের রাউলদিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মো. মোহনের ছেলে। সে স্থানীয় হাজী আহম্মদ উল্ল্যা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। অপরদিকে মো. সম্রাট (১১) পশ্চিম ব্রক্ষ্মপুর গ্রামের মো. সবুজের ছেলে। স্থানীয় উদয় সাধুরহাট ইকরা প্রি-ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সম্রাট।
আহতরা হলেন, দক্ষিণ জগৎপুর গ্রামের নূর ইসলামের ছেলে মো. রাসেল (২০) এবং মো. সেলিমের ছেলে জয়নাল (২১)। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে পিকআপ ভ্যানে করে উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন বাবলুর নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করে মেহেরাজ, সম্রাটসহ স্থানীয় ৮-১০ জন স্কুলছাত্র।
প্রচারণার এক পর্যায়ে পিকআপটি রাত ৮টার দিকে চরমটুয়া ইউনিয়নের মনারখিল গ্রামের পীর মোছলেহ উদ্দিন সাহেবের মাজারের সামনে এসে পৌঁছালে চলন্ত পিকআপ ভ্যানের পেছনের ডালাটি আকস্মিক খুলে যায়।
এতে পিকআপে থাকা ৩-৪ জন স্কুলছাত্র পিকআপ থেকে নিচে পড়ে যায়। এ সময় মেহেরাজ পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আহতদের প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে মারা যায় সম্রাট।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে সেখানে গিয়েছিল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।