পুলিশ দিয়ে আন্দোলন দমানোর পাঁয়তারা করছে সরকার: ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ০৮:৪৫ পিএম

পুলিশ দিয়ে আন্দোলন দমানোর পাঁয়তারা করছে সরকার: ফখরুল

সরকার পুলিশ দিয়ে আন্দোলন দমানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আবদুর রহিমের স্মরণে গায়েবানা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদী আওয়ামী সরকার পুলিশ দিয়ে গুলিবর্ষন করে জানান দিয়ে দিয়েছে যে, তারা পুলিশ দিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমন করতে চায়। কিন্তু ভোলার মানু্ষের রক্তের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে, এদেশের মানুষ কখনো ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকারের দমননীতিকে মেনে নেবে না।”

‘‘তারা দেশকে মুক্তি করবার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য তারা জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমরা আবদুর রহিমের রক্তকে বৃথা যেতে দিতে পারি না। তাই এই শোককে শক্তিতে রুপান্তরীত করতে হবে। তার এই রক্ত যাওয়া, তার এই আত্মাত্যাগকে আমাদের ধারণ করে আমাদেরকে সামনে দিকে এগিয়ে আরো গতিশীল হয়ে, আরো দূর্বার হয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘পুলিশের গুলিতে আমার গণতান্ত্রিক ভাইদের রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে ভোলায়। ভোলায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ গুলিবর্ষন করেছে। সেখানে স্বেচ্ছাসেবক দলের ভাই আবদুর রহিমকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেনসহ এক‘শ জনের উপরে নেতা-কর্মীকে গুলিবর্ষন করে আহত করা হয়েছে।”

‘‘এটা ছিলো একটা শান্তিপূর্ণ কর্মসূচি। বিদ্যুতের দাবিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সেই সমাবেশে আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পুলিশ দিয়ে গুলিবর্ষন করা হয়েছে।”

লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে রবিবার জেলায় জেলায় সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে ভোলার নির্ধারিত কর্মসূচিতে পুলিশ নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের আবদুর রহিমসহ ৫০ এর অধিক নেতা-কর্মী আহত হয়। বিএনপি  এই ঘটনার প্রতিবাদে আজ সারাদেশে গায়েবানা জানাজা এবং আগামীকাল বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করে।

দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীঢ কার্যালয়ের সামনে ভোলায় নিগত আবদুর রহিমের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহানগর, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের সহাস্রাধিক নেতা-কর্মী অংশ নেন। গায়েবানা জানাজারপ আবদুর রহিমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Link copied!