আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় একাধিক মামলার এক আসামী ও তার সহযোগিরা পুলিশের এক সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
রবিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমে বলেন, “হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে। এ হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
স্থানীয় ও লোহাগাড়া থানা পুলিশ সূত্র জানায়, রবিবার সকালে ওই এলাকার ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি কবির আহমদকে (৪০) গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় কবির ও তার সহযোগিরা। তাদের হামলায় জনি খান নামে পুলিশের এক কনস্টেবলের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া, শাহাদাত হোসেন (২৭) নামে অপর এক পুলিশ সদস্য ও আবুল কাশেম কালু নামে স্থানীয় এক ব্যক্তি আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় পুলিশ সদস্য মো. জনি খান ও স্থানীয় আবুল কাশেম কালুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।