ফতুল্লায় অটোরিকশার ব্যাটারির দোকানে বিস্ফোরণ, আহত ২

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ১২:০১ পিএম

ফতুল্লায় অটোরিকশার ব্যাটারির দোকানে বিস্ফোরণ, আহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি চারতলা ভবনের নিচতলায় ব্যাটারিচালিত অটোরিকশার সরঞ্জামের দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ জুলাই) এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর. জেনারেল হাসপাতালে (ভিক্টরিয়া) ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়ার স্টাফ অফিসার (মিডিয়া সেল) বিস্ফোরণের বিষয়টি মো. শাহজাহান শিকদার বিস্ফোরণের বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। এসময় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। তবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা।  

Link copied!