বরগুনায় ৬ দিন পর ১২ জেলের সন্ধান, এখনও নিখোঁজ ২০

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ০৪:৫০ পিএম

বরগুনায় ৬ দিন পর ১২ জেলের সন্ধান, এখনও নিখোঁজ ২০

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ছয়দিন ধরে নিখোঁজ এফবি মায়ের দোয়া নামে ট্রলারে থাকা ১২ জেলের সন্ধান পাওয়া গেছে। তবে নিখোঁজ ওপর ট্রলার এফবি আব্দুলায় থাকা ২০ জেলে এখনও নিখোঁজ রয়েছেন।  

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা নাগাদ ১২ জেলেসহ এফবি মায়ের দোয়া নামক ট্রলার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে পৌঁছাবে বলে নিশ্চিত করেছে জেলা ট্রলার মালিক সমিতি।

উদ্ধারকৃত জেলেরা হলেন- এফবি মায়ের দোয়া ট্রলারের পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহজাহান, ছত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হোসেন, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম ও বড় টেংরা এলাকার আবুল হাসেমের ছেলে ফুল মিয়া।

এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক আবদুর রহমান ও ট্রলারে থাকা জেলেদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট থেকে গত ২৫ সেপ্টেম্বর অন্যান্য ট্রলারের সঙ্গে মাছ ধরার জন্য এফবি মায়ের দোয়া ও এফবি আব্দুল্লা নামে ২টি ট্রলার সাগরে যায়। তবে ২দিন পরেই তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় মালিক ও পরিবারের সদস্যদের সঙ্গে। বিষয়টি ট্রলার মালিক, মালিক সমিতি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়। ছয়দিন পরে এফবি মায়ের দোয়া নামক ট্রলারের সন্ধান পাওয়া যায়। তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বলে প্রাথমিক তথ্য জানা যায়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন ও সুন্দরবনের দুবলাচরের কন্টিনজেন্ট কমান্ডার গণমাধ্যমে বলেন, তাদের টহল বোট অনুসন্ধান করছে। কোনো খবর পেলে তাৎক্ষণিক জানানো হবে।

Link copied!