মে ২, ২০২৩, ০৪:৩৩ পিএম
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘অভ্যন্তরীণ ঘরোয় নির্বাচন’ আখ্যা দিয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে চায় না।
স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দফতরের প্রধান উপ- মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা বলেন।
সাংবাদিকের প্রশ্নটি ছিল-বাংলাদেশে প্রধান একটি বিরোধী দল জাতীয় নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরে এটিকে 'অন্যায্য ও অন্যায় নির্বাচন' বলে দাবি করতে পারে। এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে?
এই প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের প্রেস বিভাগের এই সিনিয়র কর্মকর্তা বলেন, “অভ্যন্তরীণ, ঘরোয়া নির্বাচন হওয়ায় এর বাইরে আমার আর কিছু বলার নেই।”
বেদান্ত প্যাটেল বলেন, “যেহেতু এটি নির্বাচনের সঙ্গে সম্পর্কিত, তাই যুক্তরাষ্ট্র চায় যে তা অবাধ ও সুষ্ঠু হোক এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হোক।”
ওই সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “তবে আমি বিস্তৃতভাবে বলব যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছে এবং আমরা এই সম্পর্ককে আরও গভীর করার অপেক্ষায় রয়েছি।”
প্যাটেল বলেন, ঢাকা ও ওয়াশিংটনের বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে যেখানে তাদের ব্যাপক সহযোগিতা ও সম্পৃক্ততার সম্ভাবনা রয়েছে -তা জলবায়ু পরিবর্তন হোক, অর্থনীতি হোক, মানবিক সংকট মোকাবিলা এবং অন্যান্য বিষয়ও হোক।