নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৯:২৫ পিএম

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার বেলা ২টা ৪০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ এই মিছিল-সমাবেশ করছে। নির্দলীয়–নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে দলটি।
সমাবেশের পর মিছিল করবেন দলের নেতা-কর্মীরা।

বেলা একটার দিক থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনের দিকে আসছেন।

বিএনপির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে, ১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেদিনের গণ-অবস্থান কর্মসূচি থেকে আজকে মিছিল-সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

Link copied!