ভরদুপরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ১১:০৯ পিএম

ভরদুপরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে খুন

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর দুর্গম চরে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মা নদীর চর রাখালগাছি এলাকায় এ ঘটনা ঘটে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার নিহতের ‍বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

নিহতের নাম আক্কাস বেপারি (৭০)। তিনি পাশ্ববর্তী পাবনা জেলার আমিনপুর উপজেলার ঢালারচর ইউনিয়নের ধারাই গ্রামের মৃত মৈজদ্দিন বেপারীর ছেলে। আক্কাস বেপারি ঢালারচর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

স্থানীয় ও থানাসূত্র জানায়, নিহত আক্কাস বেপারি আওয়ামী লীগের স্থানীয় নেতা হলেও চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে আক্কাস আলী তার ইউনিয়নের রাখালগাছি এলাকায় নদীর তীরে অবস্থান করছিল। এ সময় একটি ট্রলারযোগে এসে সশস্ত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। তারা আক্কাস আলীকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পুনরায় ট্রলারযোগে ঘটনাস্থল ত্যাগ করে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার দ্য রিপোর্ট যট লাইভকে বলেন, “ঘটনাটি অত্যন্ত দুর্গম এলাকার। আক্কাস বেপারি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারনে চরমপন্থী সংগঠনের সদস্যরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

Link copied!