মণ্ডপে হামলার ঘটনা 'সাম্প্রদায়িক অপশক্তির’ কাজ: ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২১, ০৯:৪৯ পিএম

মণ্ডপে হামলার ঘটনা 'সাম্প্রদায়িক অপশক্তির’ কাজ: ওবায়দুল কাদের

কুমিল্লার একটি পূজামণ্ডপে অনভিপ্রেত ঘটনার জের ধরে উগ্র সাম্প্রদায়িক শক্তি কুমিল্লা, চাঁদপুরসহ দেশের কয়েকটি জায়গায় মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে হামলা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার এসব অপশক্তিকে মাথা তুলতে দেবে না বলেও তিনি জানান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর)  রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।  এ ঘটনার জের ধরে যাতে আর কোন ঘটনা না ঘটে সেজন্য সরকার সতর্ক থাকবে বলেও জানান  ক্ষমতাসীন আওয়ামী লীগের এই শীর্ষস্থানীয় নেতা।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের, ‘আমি মনে করি এই ঘৃণ্যতম কাজ, কুমিল্লায় যেটা সংঘটিত হয়েছে, সেটা সাম্প্রদায়িক অপশক্তিরই কাজ। সাম্প্রদায়িক অপশক্তি এই তাণ্ডব চালাতে চেয়েছিল, এবং পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে আজকে এত বড় উৎসবকে তারা কালিমালিপ্ত করতে চেয়েছিল। উৎসবমুখর পরিবেশকে নষ্ট করতে চেয়েছিল।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রশাসনকে সাম্প্রদায়িক অপশক্তির উসকানিমূলক তৎপরতা ও ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের শান্তি বিনষ্ট করার পাঁয়তারা করছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিসর্জনের পরও এসব ঘটনার রেশ থাকতে পারে। আমরা সতর্ক পাহারায় থাকব।’

সামাজিকমাধ্যমে ছড়ানো গুজব বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, "আপনারা গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এর বিরুদ্ধেও সবাইকে সতর্ক থাকতে হবে।"

Link copied!