এপ্রিল ১৯, ২০২২, ০৮:১২ পিএম
বর্তমানে রাজধানীসহ দেশের সব মহানগরীতে যানজট ও ভিড় সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এজন্য সবাইকে একটু সহ্য করতেও অনুরোধ করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে এত যানজট, ভিড়- সবই শেখ হাসিনা সরকারের উন্নয়নের বহিঃপ্রকাশ। আপাতত এটা সহ্য করতে হবে।’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে এম এ মান্নান আরও বলেন, “৪০ বছর আগে আমি তখন চট্টগ্রামের ডিসি। রাস্তা সরু, ২টা ব্রিজ পার হতে হতো। সেখানে যেতে ঢাকা থেকে সময় লাগত ৪ ঘণ্টা। এখন ব্রিজ নেই, চওড়া রাস্তা, তাও অনেক সময় লাগে।”
এরপরই যোগ করে পরিকল্পনামন্ত্রী বলেন,“এর কারণ কী? এত বেশি গাড়ি রাস্তায় উঠছে, কারণ প্রবৃদ্ধি। শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রকাশ পাচ্ছে হাটে, মাঠে, চলাচলে, খাবারে, বাজারে, এক্সচেঞ্জ রেটে।”
শেখ হাসিনা সরকার ব্যাপক উন্নয়ন করছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, “এর প্রভার সারা দেশে পড়ছে। গাড়িঘোড়া প্রবৃদ্ধি হচ্ছে। ফলে যানজট হচ্ছে। উন্নয়নের প্রভাব দামে, মানে এবং বাজারেসহ সব জায়গায় ছড়িয়ে পড়ছে। একটু সহ্য করতে হবে। মেট্রোরেল হলে ঢাকার যানজট কমে যাবে।”
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, “বৃষ্টির পানিতে হাওরের ধান তলিয়ে যাওয়া নিয়মিত ঘটনা। আগে সরকার এগুলো দেখত না। বৃটিশ আমলে আমরা নিজেরাই বাঁধ রক্ষায় কাজ করেছি। এখন সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। কারণ সরকার চায় যাতে ক্ষতি কমানো হয়।”