লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুইজনের মৃতদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ১১:৪১ এএম

লঞ্চে অগ্নিকাণ্ড: আরও দুইজনের মৃতদেহ উদ্ধার

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহে অগ্নিকাণ্ডে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে টানা ৫ম দিনের মতো উদ্ধার অভিযান চালানোর সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এক যুবকের মরদেহ উদ্ধার করে। এনিয়ে  লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনের দেহ উদ্ধার করা হলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বরিশালের সহকারি পরিচালক মো. কোবাদ আলী সরকার বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ম দিনের মতো মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে সুগন্ধা নদীতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। সাড়ে  ৮টার দিকে আনুমানিক ৩০-৩২ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে তারা। যুবকটির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।”

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” এখনও অনেক যাত্রী নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চলবে বলেও তিনি জানান।

এর আগে, সোমবার সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকার বিষখালী নদীর পাড় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪০ বছর এবং পেটে পোড়া দাগ রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। স্বজনরা এসে চিনতে পারলে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামে ওই লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ পাওয়া গেছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। অগ্নিদগ্ধ ও আহতদের অনেককে তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Link copied!