সাতক্ষীরায় ডিবি হেফাজতে আসামিকে হত্যার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ০১:২৩ এএম

সাতক্ষীরায় ডিবি হেফাজতে আসামিকে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় ডিবি পুলিশের হেফাজতে থাকা আসামি বাবুল সরদারকে (৫৬) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, আসামি বাবুল সরদার গোয়েন্দা পুলিশের লকআপের মধ্যে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বাবুল সরদার (৫৬) শনিবার রাতে কোনো এক সময়ে সাতক্ষীরা পুলিশ লাইনে অবস্থিত গোয়েন্দা পুলিশের হাজতখানায় মারা যান। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী দাবি করেন, বাবুল সরদার নামের ওই ব্যক্তিকে শনিবার (১১ ডিসেম্বর) সকালে তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, “গ্রেফতার হওয়া বাবুল সরদারকে গোয়েন্দা পুলিশের লকআপে রেখে দেওয়া হয়। রোববার তাকে আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। শনিবার দিবাগত রাতের কোনো একসময় সে গলায় নিজের কোমরে ব্যবহৃত নাইলনের মোটা সুতা দিয়ে লকআপের গেটের গ্রিলের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়।”

বাবুল সরদারের মেয়ে সুলতানা মুন্নি অভিযোগ করে জানান, শনিবার সকালে বোরখা পরা এক নারী হঠাৎ তাদের বাড়িতে ঢুকে তার বাবার ঘরে গিয়ে ফেনসিডিল রেখে একটু দূরে অবস্থান করা গোয়েন্দা পুলিশকে ইশারা করে। সঙ্গে সঙ্গে তার বাবাকে ওই ফেনসিডিলসহ গ্রেফতার দেখানো হয়। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার টাকাও নিয়ে যায় তারা।

মুন্নি অভিযোগ করে বলেন, “গেটের গ্রিলের সঙ্গে নিজেকে সুতালিতে ঝুলিয়ে কি কখনও আত্মহত্যা করা সম্ভব? পুলিশ তাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।”

Link copied!