সিনহার দুর্নীতি মামলা: খালাস পাওয়া দুজনকে আত্মসমর্পণের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২১, ১২:৪২ পিএম

সিনহার দুর্নীতি মামলা: খালাস পাওয়া দুজনকে আত্মসমর্পণের নির্দেশ

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চার কোটি টাকা আত্মসাতের ঘটনায় মানিলন্ডারিং আইনে করা মামলায় খালাস পাওয়া নিরঞ্জন ও শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া তাদের খালাসের রায় বাতিল করে কেন সাজা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

বুধবার (২২ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহীম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। বিষয়টি নিশ্চিত করেছেন খুরশীদ আলম নিজেই।

গত সোমবার (২০ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ফারমার্স ব্যাংকে ব্যাংক-হিসাব (অ্যাকাউন্ট) খোলেন শাহজাহান ও নিরঞ্জন। ঋণের জন্য আবেদনও করেন তারা। তাদের আবেদনে ঋণ অনুমোদন হয়। ফলে তারা মুখ্য অপরাধে প্ররোচনা দিয়েছেন। তবে বিচারিক আদালতের রায়ে তারা সুবিধাভোগী নন বলে খালাস দেওয়া হয়। মুখ্য অপরাধের সহযোগী হিসেবে তাদের খালাসের বিরুদ্ধে দুদক আপিল করে।

Link copied!