হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আসামি সাড়ে ৮ হাজার, আটক ২১

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২১, ০৫:২৭ পিএম

হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আসামি সাড়ে ৮ হাজার, আটক ২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ ও হরতালে তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে সাড়ে ৮ হাজার মানুষকে। তবে এর মধ্যে হেফাজতে ইসলামের দায়িত্বশীল কোনো নেতাকর্মীর নাম নেই বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, সবকটি মামলাতেই আসামিদের অজ্ঞাত দুস্কৃতিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাণ্ডবের ঘটনায় ২১ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হেফাজতকর্মীদের তাণ্ডবের ঘটনায় গত ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সদর মডেল থানায় ৬টি আর আশুগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫টি মামলা পুলিশ বাদী হয়ে দায়ের করেছে।

বাকি ৩টি মামলা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দায়ের করা হয়েছে। পুলিশ বাদীর মামলাগুলোর আসামি ৭ হাজারেরও বেশি। আর বাকি ৩টি মামলার আসামি আরও দেড় হাজার।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, ‘গত ২৭ মার্চ থেকে এপর্যন্ত সদর মডেল থানায় ৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৪টি মামলায় পুলিশ বাদী হয়েছে।

আর বাকি দুটির মধ্যে একটি মামলা দায়ের করেছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া। আরেকটি করা হয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপেক্ষর পক্ষ থেকে।

বিক্ষোভ ও হরতালে তাণ্ডবের ঘটনায় বুধবার পর্যন্ত ১৮ জনকে আটকের কথা নিশ্চিত করেছেন থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

অপরদিকে আশুগঞ্জ থানার ২টি মামলায় এখন পর্যন্ত ৩জনকে আটকের কথা নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ।

Link copied!