মে ১৬, ২০২২, ১০:০৯ এএম
সবাইকে ছাড়িয়ে বাজারমূল্যে বিশ্বের শীর্ষ মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরবের আরামকো। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে সবার শীর্ষে নিজের নাম লেখালো সৌদি কোম্পানিটি। বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় সৌদির এ তেল কোম্পানীর মুনাফা বেড়েছে ৮২ শতাংশ।
কোম্পানির শেয়ার ৪৬ দশমিক ২০ রিয়াল বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এর বাজারমূল্য দাঁড়ায় ২ দশমিক ৪৬৪ ট্রিলিয়ন ডলার (৯ দশমিক ২৪ ট্রিলিয়ন রিয়াল)। যেখানে অ্যাপলের মূল্য ২ দশমিক ৪৬১ ট্রিলিয়ন ডলার।
ব্লুমবার্গের মতে, অ্যাপলের বাজারমূল্য গত ৪ জানুয়ারিতে ছিল ২ দশমিক ৯৬০ ট্রিলিয়ন ডলার। এটাই ছিল সর্বোচ্চ। তারপর থেকে নিম্নগামী পথেই রয়েছে। এ পর্যন্ত কমেছে প্রায় ৪৮৪ বিলিয়ন ডলার। অন্যদিকে তেলের উচ্চ মূল্যের কারণে আরামকোর দাম বেড়ে গেছে।