আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:৩৭ পিএম

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চেক প্রতারণার মামলায় আদালতে হাজির না হওয়ায় বুধবার (২৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭মার্চ গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২২ আগস্ট আদালতে তোফাজ্জল হোসেন নামে এক বেসরকারি চাকরিজীবী আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, তোফাজ্জল হোসেন আলেশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল অর্ডার করলে যথা সময়ে তাকে মোটরসাইকেল সরবরাহ করতে পারেনি। পরে আলেশা মার্ট এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেন। তবে আসামির ব্যাংকে নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা ছিল না। এমতাবস্থায় মামলার বাদী পরবর্তী সময়ে আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল অথবা চেকের টাকা দেওয়ার অনুরোধ করেন।

এরপরও আসামি বাদীকে পাওনা টাকা না দেওয়ায় গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে ২৫ জানুয়ারি হাজিরের নির্দেশ দিলেও আদালতে উপস্থিত হননি। এরই পরিপ্রেক্ষিতে বুধবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।

Link copied!