জুন ২৫, ২০২৩, ০৪:৪৬ পিএম
সারাদেশে নারী উদ্যোক্তাদের জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল নিয়ে এলো বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলো নারী উদ্যোক্তাদের দেয়া ঋণের বিপরীতে এ তহবিল থেকে পূনঃঅর্থায়ন নিতে পারবে। তবে গ্রাহককে মেয়াদান্তে ঋণ পরিশোধ সাপেক্ষে ২ শতাংশ পর্যন্ত প্রনোদনা দিতে হবে। প্রনোদনার এ অর্থও বাংলাদেশ ব্যাংক পরিশোধ করবে।
রবিবার (২৫ জুন) এ সম্পর্কিত এক নির্দেশে বলা হয়, ‘স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ এর নাম পরিবর্তন করে `স্মল এন্টারপ্রাইজ রিফানান্স স্কীম ফর উইমেন এন্টার্প্রেনার্স` রাখা হয়েছে। একইসাথে এ তহবিলের আকার ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে দ্বিগুন বা ৩ হাাজর কোটি টাকা করা হয়েছে।
অবিলম্বে এ নির্দেশ বাস্তবায়ন করতে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীকে বলা হয়েছে।