পাঁচ বছরে ১২১ অর্থপাচার মামলা দায়ের: অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১২, ২০২৩, ০৬:৩৫ পিএম

পাঁচ বছরে ১২১ অর্থপাচার মামলা দায়ের: অর্থমন্ত্রী

বিগত ২০১৭ থেকে ২১ পর্যন্ত পাঁচ বছরে মোট ১২১টি অর্থ পাচার (মানি লন্ডারিং) মামলা দায়ের করা হয়েছে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদকে জানিয়েছেন।

সরকারের বিভিন্ন সংস্থা এসব মামলা করে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার (১১ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাগুলো যেমন দুদক, সিআইডি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রার ইন্টেলিজেন্স সেল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব মামলা অনুসন্ধান কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।

Link copied!