জি২০ সামিট ২০২৩

বাংলাদেশ ‍‍`গেস্ট কান্ট্রি‍‍`র মর্যাদা পেলো

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ১৮, ২০২৩, ০৪:২৪ পিএম

বাংলাদেশ ‍‍`গেস্ট কান্ট্রি‍‍`র মর্যাদা পেলো

আগামী সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য জি২০ সামিট এ ভারত বাংলাদেশকে ‍‍`গেস্ট কান্ট্রি‍‍` হিসেবে পেতে আমন্ত্রণ জানিয়েছে।

উল্লেখ্য, ভারত এ সামিটের হোস্ট। বাংলাদেশ জি২০ এর সদস্য নয়।

মঙ্গলবার (১৮ জুলাই) গুজরাটের গান্ধীনগরে জি-২০ দেশসমূহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন চলাকালীন এক দ্বি-পাক্ষিক সাইড লাইন বৈঠকে বাংলাদেশ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে  ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ আমন্ত্রণের কথা জানান।

এ আমন্ত্রণের জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রনালয় জানায়, বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে কানেকটিভিটি যত বাড়বে ততই দুই দেশের লোকজনের মধ্যে সম্পর্ক জোরালো হবে। তিনি দুই দেশের অর্থনীতির এলাকায় সহযোগিতা বাড়াবার জায়গাগুলি চিহ্নিত করে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-কে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহবান জানান।

Link copied!