বিমানবন্দরে ১ কি.মি. পথচারী আন্ডারপাস টানেল নির্মাণ হচ্ছে

বিশেষ প্রতিবেদক

জুন ২১, ২০২৩, ০১:৪১ এএম

বিমানবন্দরে ১ কি.মি. পথচারী আন্ডারপাস টানেল নির্মাণ হচ্ছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৭০ মিটার (১ কি.মি. এর অধিক দীর্ঘ) পথচারী আন্ডারপাস টানেল করা হচ্ছে।

এ আন্ডারপাস টানেল নির্মাণের মাধ্যমে হাজী ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এমআরটি স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল-১, ২ ও ৩ এর যাত্রী এবং সাধারণ পথচারীদের জন্য নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক পারাপার প্রতিষ্ঠিা করা হবে।

এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি ৮২ লাখ ৯৪ হাজার টাকা। সরকার নিজস্ব অর্থায়নে জনস্বার্থে এ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এ বছরের জুলাই থেকে শুরু হয়ে এ আন্ডারপাস টানেল নির্মাণকাজ সম্পন্ন হবে ২০২৫ সালের মধ্যে।

প্রকল্পটি মঙ্গলবার (২০ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি‍‍`র (একনেক) সভায় অনুমোদিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রীপরিষদ সদস্য ও সচিববর্গ এ সভায় যোগ দেন।

কি থাকছে টানেলে...
প্রকল্পের আওতায় ২৫ টি চলমান পথ (ট্রাভেলেটর) ও ২৮ টি এক্সেলেটর স্হাপন করা হবে। পর্যাপ্ত বিদ্যুত সরবরাহের মাধ্যমে চলাচল নির্বিঘ্ন করা হবে। এতে ১২ হাজার ৪০০ বর্গমিটার এইচভিএসি সিস্টেম (প্রাকৃতিক আলো বাতাসের নির্গমনের সুবিধাসহ) ও ৯৭৯ মিটার ডাইভার্সন রাস্তা নির্মাণ করা হবে।

Link copied!