রমজানে বাড়ছে না চালের দাম: খাদ্য সচিব

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৪:১৮ পিএম

রমজানে বাড়ছে না চালের দাম: খাদ্য সচিব

দেশে বর্তমানে ২০ লাখ টনের বেশি খাদ্য (চাল) মজুদ রয়েছে উল্লেখ করে খ্যাদ্য সচিব  ড. মোছাম্মৎ নাজমানারা খানুম জানিয়েছেন আসছে রমজান মাসে চালের দাম বাড়বে না। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য সচিব বলেন, ‘রমজান উপলক্ষে আমি নিশ্চয়তা দিতে পারি, চালের দাম বাড়বে না। কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাহলে আর চালের দাম বাড়বে না ওই সময়ে ( রমজানে)।”

খাদ্য সচিব  ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। ছবি: সংগৃহীত

প্রতি বছর রমজান মাস আসলেই চাল, ডাল বা সবজিসহ নিত্য পণ্যের দাম রেকর্ড ছাড়িয়ে যায়। এই আশঙ্কার বিষয়টি খাদ্য সচিবের নজরে আনলে এই আশঙ্কা না করার অনুরোধ জানিয়ে খাদ্য সচিব বলেন, “এরপরও যদি আমরা দাম বৃদ্ধির অবস্থা দেখি, তাহলে ওএমএস আরও বাড়িয়ে দেবো। খাদ্যের বিষয়ে সরকারের কার্পণ্য নেই। খোলা বাজারে বিক্রয়টা আরও বাড়িয়ে দেবো।”

চালের দাম বাড়বে না বলতে মোটা চালকে বোঝাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে বলেন, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, “ভোক্তার স্বাচ্ছন্দ্যের জন্য সরু চাল আমদানি করা হবে। তবে এখনই আমদানিতে যাচ্ছি না। কারণ কে বা কারা প্রমাণ করতে চাচ্ছে যে দেশে এতো খাদ্য উদ্বৃত্তের কথা বলা হচ্ছে তারপরও আমদানি হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক খাদ্য সংস্থা (ইউএসডি) বলেছে, আমাদের উৎপাদন ভালো, তারপরও আমদানি করতে হবে।” এসময় তিনি বলেন, আমদানি না করে যদি আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি তাহলে এটা প্রমাণ করতে পারলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে উল্লেখ করে খাদ্য সচিব আরও বলেন, “ এরপরও মিলাররা আমার কাছে চাল বিক্রি করতে চাচ্ছে। তার মানে কী? মোটা চালের দাম আর বাড়বে না। এটা কমেই যাবে। ধান উঠলে তো আরও কমবে। কোনো দৈব-দুর্বিপাক না হলে এপ্রিলের মাঝামাঝি সময় বোরো চাল বাজারে চলে আসবে। ফলে তো ওরকম অবস্থা হওয়ার আশঙ্কা নেই।”

তিনি বলেন, আমরা কৃষকদের ন্যায্য মূল্য দিতে চাই। আমরা খুশি, কৃষক ভালো দাম পাচ্ছেন। যদি প্রয়োজন হয় জনস্বার্থে বা ভোক্তাদের স্বার্থে সরকার সরু চাল আমদানি করবে।

Link copied!