ঢাকা স্টক এক্সচেঞ্চ-ডিএসইতে রোববার লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বেড়েছে। রোববার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬শ ৮৩ পয়েন্টে।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০০টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। মোট লেনদেন হয়েছে ৮শ ৯৫ কোটি টাকার শেয়ার। গত ১৮ এপ্রিল শেয়ারের লেনদেন নেমে যায় ৩৯০ কোটি টাকায়। দরপতনের সবোর্চ্চ সীমা ২ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নিত করার পর গত বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারের লেনদেন বাড়তে থাকে।