শেয়ারবাজারে মূলধনের বেশি রিজার্ভ ৬ আর্থিক প্রতিষ্ঠানের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ১১:৩৭ পিএম

শেয়ারবাজারে মূলধনের বেশি রিজার্ভ ৬ আর্থিক প্রতিষ্ঠানের

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতে কোম্পানি রয়েছে ২৩টি। এরমধ্যে ৬টি কোম্পানির রিজার্ভ রয়েছে পরিশোধিত মূলধনের বেশি। ৯টির রিজার্ভ পরিশোধিত মূলধনের কম। আর ৭টির রিজার্ভ নেগেটিভ বা মাইনাস। এখাতে পজিটিভ রিজার্ভের ১৫ কোম্পানির মোট রিজার্ভ রয়েছে ৬ হাজার ৩২৬ কোটি টাকারও বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ফাইন্যান্সের রিজার্ভ সর্বোচ্চ

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ রিজার্ভ রয়েছে উত্তরা ফাইন্যান্সের। কোম্পানিটির রিজার্ভ রয়েছে পরিশোধিত মূলধনের সাড়ে চার গুণের বেশি। আর্থিক খাতে রিজার্ভ পজিটিভ থাকা কোম্পানিগুলোর শেয়ার দর যেখানে সম্পদ মূল্যের তিনগুণ-চারগুণ দরে লেনদেন হচ্ছে, সেখানে উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর সম্পদমূল্যের অনেক নিচে লেনদেন হচ্ছে। আর্থিক খাতে পজিটিভ রিজার্ভের ১৫টি কোম্পানির মধ্যে এটি সবচেয়ে কম মূলধনী কোম্পানি, সবচেয়ে বেশি রিজার্ভের কোম্পানি। কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২০-এর ঘরে। প্রাতিষ্ঠানিক ও বিনিয়োগকারীদের অনেক আস্থার এই কোম্পানিটি।

অন্যদিকে, আর্থিক খাতের সবচেয়ে বেশি নেগেটিভ রিজার্ভের কোম্পানি হলো ন্টারন্যাশনাল লিজিং (আইএলএফএস)। কোম্পানিটির নেগেটিভ রিজার্ভ পরিশোধিত মূলধনের ১২.৩৬ গুণ। কোম্পানিটির সম্পদমূল্যও নেগেটিভ শেয়ারপ্রতি নেগেটিভ ১১৩ টাকা ৬৩ পয়সা। লোকসানের কারণে এর পিই রেশিও নেগেটিভ।

রিজার্ভ বেশি যার আর্থিক খাত 

মূলধনের বেশি রিজার্ভের ৬ কোম্পানি: পরিশোধিত মূলধনের বেশি রিজার্ভ রয়েছে উত্তরা ফাইন্যান্সের ৪.৫৫ গুণ, আইসিবির ৩.৪৫ গুণ, ডিবিএইচের ২.৬০ গুণ, আইডিএলসির ২.৫৩ গুণ, ফিনিক্সের ১.০৬ গুণ এবং জিএসপি ফাইন্যান্সের ১.০৩ গুণ। 

 

Link copied!