'সরকারি নির্দেশনা অনুসারে গার্মেন্টসে ছুটি তিনদিনই থাকবে'

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৮, ২০২১, ০৬:২৮ পিএম

'সরকারি নির্দেশনা অনুসারে গার্মেন্টসে ছুটি তিনদিনই থাকবে'

সরকারি নির্দেশনা অনুসারে পোশাক খাত সংশ্লিষ্ট কারখানায় তিনদিনই ছুটি বহাল থাকবে বলে জানায় বিজিএমইএ’র সভাপতি ফারুক হোসেন। শনিবরা (৮ মে) এক ভিডিও বার্তায় তিনি এ নির্দেশনা দেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, সরকার লকডাউনের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ঈদুল ফিতরের ছুটির সময়ে সরকারি ও বেসরকারি কর্মচারীদের সকলেই স্ব স্ব কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছেন সরকার। 

যার ফলে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তিনদিনের বেশি ছুটি না দেয়ার আহ্বান জানায়। যার ফলে তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বিজিএমইএর সভাপতি ফারুক হোসেন।
এই নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত করোনায় অনেক নাজেহাল অবস্থায় রয়েছে। যার ফলে পোশাক শ্রমিক ও মালিকদের স্বার্থে এদেশে করোনার বিস্তৃতি না ঘটানোই উত্তম। 

Link copied!