সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২২, ১০:১৯ পিএম

সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা স্থগিত

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সরকারি ব্যাংকের সব নিয়োগ পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ব্যাংকে নিয়োগে এমসিকিউ, লিখিত ও মৌখিকসহ সব পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।

কোভিডের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবের পর দেশে নতুন করে মহামারীর প্রকোপ বাড়ছে। চলতি মাসে সংক্রমণ বাড়তে শুরু করলে সরকার মহামারী রোধে নতুন করে বিধিনিষেধ জারি করেছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিনে আরও কিছু নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়।

Link copied!