১২ কেজি এলপিজির দাম কমল ২৮ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২৫, ০৫:৩৩ পিএম

১২ কেজি এলপিজির দাম কমল ২৮ টাকা

ছবি: সংগৃহীত

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার, ০৩ মার্চ থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মাসের তুলনায় ১৯ টাকা বাড়িয়ে এক হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি আজ জানায়, মার্চ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।

বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূল্য প্রতি কেজি ১২০ টাকা ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরে ও জানুয়ারির প্রথমে এলপিজির দাম অপরিবর্তিত রেখেছিল বিইআরসি।

Link copied!