করের ২৪ শতাংশই ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের পেছনে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৪, ১০:১৩ এএম

করের ২৪ শতাংশই ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের পেছনে

আপনার করের টাকা কোথায় কোথায় ব্যয় হবে।

ধরুন, আপনি ১০০ টাকা কর দিয়েছেন। এখন দেখা যাক, এবারের বাজেটে এই টাকাটা কোথায় ব্যয় হবে, কারা বেশি পাবেন। যেমন আপনার ১০০ টাকার করের ১৫ টাকা ৮০ পয়সা বেতন হিসেবে পাবেন সরকারি চাকরিজীবীরা। আর সরকারি চাকরিজীবী যারা অবসর নিয়েছে তাদের পেনশন বাবদ খরচ হবে আরও ৭ টাকা ২০ পয়সা। যার ফলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও পেনশন বাবদ ২৪ টাকা ব্যয় হচ্ছে। এই অর্থ দিয়ে প্রধানমন্ত্রী,রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল মন্ত্রী,আইজিপিদের বেতন-ভাতা প্রদান করা হবে।

এদিকে এই বাজেটে এককভাবে সবচেয়ে বেশি ব্যয় হবে সুদ প্রদানে। ১০০ টাকার বিপরীতে খরচ হবে ২২ টাকা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে দাতা সংস্থাদের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধের জন্য এই সুদ প্রদান করা হবে। এছাড়া হাসপাতাল ও অন্যান্য সরকারি সেবাপ্রদানে খরচ হবে ৮ টাকা ৮০ পয়সা।
নিম্নে জনগণের দেয়া ১০০ টাকা কর কোন খাতে কিভাবে ব্যয় হচ্ছে তা দেয়া হলো :

বেতন-ভাতা: ১৫.৮ টাকা

সুদ: ২২.০ টাকা

সাহায্য মঞ্জুরি: ১৪.৯ টাকা

পণ্য ও সেবা: ৮.৮ টাকা

সম্পদ সংগ্রহ: ৪.৩ টাকা

পেনশন: ৭.২ টাকা

ভর্তুকি ও প্রণোদনা: ২০ টাকা

শেয়ার ও ইক্যুইটি : ৩.১ টাকা

অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য: ২.২ টাকা

বিবিধ ব্যয়: ১.৭ টাকা

Link copied!