আরেক দফা বাড়লো গরুর মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০১:৫৩ পিএম

আরেক দফা বাড়লো গরুর মাংসের দাম

সংগৃহীত ছবি

নতুন বছরের শুরু থেকেই রাজধানীর বাজারে বেড়েছে গরুর মাংসের দাম। অন্যদিকে, রোজার আগে প্রতিবছরের মত আরও একদফা দাম বাড়লো গরুর মাংসের।

গতকাল সোমবার রাজধানীর মালিবাগ, মগবাজার ও শাহজাহানপুর বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ বিক্রেতা প্রতি কেজি গরুর মাংস বিক্রি করছেন ৭০০ থেকে ৭৫০ টাকায়। কেউ কেউ কেজিতে ৭২০ টাকা রাখছেন। জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকার মধ্যেই কিনতে পেরেছিলেন ক্রেতারা। সেই হিসাবে গত দুই সপ্তাহের ব্যবধানে বাজারে কেজিতে দাম বেড়েছে অন্তত ৫০ টাকা।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের গতকালের প্রতিবেদনেও বলছে, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। গত এক মাসের ব্যবধানে গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে।

টিসিবির হিসাব অনুযায়ী, গরুর মাংসের দাম গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। গত বছর এ সময়ে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছিল ৭০০ থেকে ৭২০ টাকায়।

বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩০০ থেকে ৩১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মানভেদে সোনালি মুরগির দাম কোথাও ১০ থেকে ২০ টাকা বাড়তিও চাওয়া হচ্ছে।

Link copied!