ভারত হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। রবিবার (১০ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে। বাজারভেদে এই দাম একেক জায়গায় একেক রকম। বাঙালি রান্নার উপাদেয় এই উপকরণটির চোটপাটে ক্রেতারা দিশেহারা।
পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ সারাদেশে বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) সারাদেশে এ অভিযানে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে সরকারি এই তদারকি সংস্থাটি।
দুদিন আগেও প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০-৯০ টাকায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল প্রতিকেজি ১০০-১১০ টাকা দরে।
বেনাপোল বাজারে দেখা যায়, পাইকারি বাজারের পেঁয়াজের দাম সর্বোচ্চ ৫ হাজার ৬০০ টাকা পর্যন্ত পৌঁছে গেছে। গত বৃহস্পতিবারও পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায়। পেঁয়াজের বাজার লাগামহীন হয়ে পড়ায় হতাশ ব্যবসায়ী ও ক্রেতারা।
বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, `নতুন পেঁয়াজ বাজারে আসতে কমপক্ষে আরও দুমাস সময় লাগবে। নতুন পেঁয়াজ বাজারে এলেই দাম নিয়ন্ত্রণে আসবে।`