২৯ পণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পেঁয়াজ ৬৫, ছোলা ৯৮, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৬৬৫ ও খাসির মাংস ১০০৩ টাকা নির্ধারিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আরও বলা হয়, খুচরা পর্যায়ে কেজিতে কাতল মাছ ৩৫৩ টাকা, পাংগাস মাছ ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা, দেশি রসুন ১২০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, আদা ১৮০ টাকা, আলু ২৮ টাকা, জাহিদী খেজুর ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রতি কেজি মুগডাল ১৬৫ টাকা, মাসকালাই ১৬৬ দশমিক ৫, মসুর ডাল (উন্নত) ১৩০ দশমিক ৫, মসুর ডাল (মোটা) ১০৫ দশমিক ৫, খেসারির ডাল ৯২ দশমিক ৬১, শুকনো মরিচ ৩২৭, বাধাকপি ২৮, ফুলকপি ২৯, বেগুন ৪৯ দশমিক ৭৫, শিম ৪৮, টমেটো ৪০, মিষ্টিকুমড়া ২৩, চিড়া ৬০, সাগর কলা (হালি) ২৯ দশমিক ৭৮, বেসন ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।