ভারত ভ্রমণে বাংলাদেশিদের জন্য সুখবরের সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৪, ০৪:৫৯ এএম

ভারত ভ্রমণে বাংলাদেশিদের জন্য সুখবরের সম্ভাবনা

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারতের মধ্যকার নতুন ভ্রমণ চুক্তিতে আসতে যাচ্ছে পরিবর্তন। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারত কিছু বাড়তি সুবিধা যুক্ত করতে পারে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে যেকোনো চেকপোস্ট দিয়ে আসা–যাওয়ার সুবিধা ও মেডিকেল ভিসায় বহু ভ্রমণ সুবিধা।

১৯৭২ সালের ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভ্রমণ চুক্তি রয়েছে। সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে এই চুক্তি করা হয়েছিল, যার মেয়াদ গত ১৫ জানুয়ারি শেষ হয়ে গেছে। এখন নতুন চুক্তির পরিকল্পনা চলছে।

এই নতুন চুক্তিকে সামনে রেখে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশকিছু সুযোগ-সুবিধা যুক্ত করে নতুন প্রস্তাব করা হবে।  সেটির মধ্যে থাকবে যেকোনো চেকপোস্ট দিয়ে যাওয়া-আসার সুবিধা। অর্থাৎ, ভিসায় ডেজিগনেটেড চেকপোস্ট’ তুলে দিয়ে ‘থ্রু এনি চেকপোস্ট’ কথাটি বসানোর প্রস্তাব করা হবে। আর মেডিকেল ভিসায় বহু ভ্রমণ সুবিধা ও প্রয়োজনে হাসপাতাল পরিবর্তনের সুবিধাসহ একাধিক প্রস্তাব থাকবে। 

এছাড়াও কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে বিনা ভিসায় অবস্থানের মেয়াদ ৪৫ দিনের পরিবর্তে ৯০ দিন করার প্রস্তাব করবে বাংলাদেশ। অন্যদিকে স্বল্পমেয়াদি ডাবল এন্ট্রি ভিসার মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার প্রস্তাবও করা হবে।

সম্প্রতি দুই দেশের মধ্যে রিভার ক্রুজ চালু হওয়ার পর স্থল, আকাশ ও সমুদ্র পথের পাশাপাশি এবারের চুক্তিতে রুট হিসেবে নদীপথ যুক্ত করার প্রস্তাব করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগামী এক মাসের মধ্যে নতুন ভ্রমণ চুক্তি স্বাক্ষর হতে পারে। এরই মধ্যে এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও সুপারিশ নেয়া হয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় পক্ষের মতামতের জন্য পাঠানো হবে। উভয় পক্ষের মতামতের পরে চুক্তিটি নবায়ন করা হবে।

তবে লং–টার্ম মাল্টিপল এন্ট্রি ভিসা ও লং–টার্ম এমপ্লয়মেন্ট ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

Link copied!