সঞ্চয়পত্রের নির্ভরতা আরও কমানোর পরিকল্পনা সরকারের

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ৬, ২০২৪, ০৫:৩৩ পিএম

সঞ্চয়পত্রের নির্ভরতা আরও কমানোর পরিকল্পনা সরকারের

প্রতীকী ছবি

মধ্যবিত্তের বিনিয়োগের অন্যতম নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্রে এরই মধ্যে নানান শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এসব শর্তের সম্মুখীন হয়ে অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করা থেকে সরে আসছেন। এবারের প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা আরও কমিয়েছে সরকার। পরিকল্পনা করছে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার। যা চলতি অর্থ বছরের চেয়ে ২ হাজার ৬০০ কোটি টাকা কম। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে ১৮ হাজার ও ২০২২-২৩ অর্থ বছরে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেল তিনটায় বাজেট বক্তৃতায় এর উল্লেখ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় বাজেট। এটি স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।

প্রস্তাবিত এই বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। যা আগের অর্থ বছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত এই বাজেটের প্রতিপাদ্য ‍‍‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার‍’।

আগামী বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৬ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থ বছরের বাজেটেও একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। পরে যদিও লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় ৭ দশমিক ৫ শতাংশ। অথচ চলতি অর্থবছরজুড়েই মূল্যস্ফীতির হার ছিল ৯ শতাংশের বেশি। এদিকে আগামী অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হচ্ছে ৬ দশমিক ৭৫ শতাংশ। চলতি অর্থ বছরে এই হার ৭ দশমিক ৫ শতাংশ ধরা হলেও পরে তা ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।

Link copied!