বৃষ্টিতে সবজির বাজারে মড়ার ওপর খাঁড়ার ঘা, মাছ-মুরগিতেও নেই স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ১০:২৮ পিএম

বৃষ্টিতে সবজির বাজারে মড়ার ওপর খাঁড়ার ঘা, মাছ-মুরগিতেও নেই স্বস্তি

বাজারে সবজির কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।

দীর্ঘদিন ধরেই স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। মাছ-মাংস, কাঁচাবাজার, এমনকি মসলাজাত পণ্যে বাজারেও বেড়েছে অস্বস্তি। এবার বৃষ্টির অজুহাতে আরেক দফা বাড়লো দাম।  রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে নানা সবজির কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা।  মাছ,  মুরগির  দামও  চড়া।

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ন্যূনতম ৬০ টাকার কমে তেমন কোনো সবজি মিলছে না। শুধু পেঁপে আর মিষ্টি কুমড়ার কেজি ৪০-৫০ টাকার আশেপাশে।

কেজিতে টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, আলু ৫০-৬০ টাকা, গোল বেগুন ৮০-৯০ টাকা, বরবটি ১০০, ঢ্যাঁড়স ৬০, পটল ৬০, ঝিঙা ৮০, উস্তা ১০০ ও কচুর লতি ৮০ ও গাজর প্রতি কেজি ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস জালি ৬০ টাকা ও লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা নতুন আগাম শীতের সবজি শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২৪০ টাকা দরে। ফুলকপি প্রতি পিস ৫০ থেকে ৮০ টাকায়, কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতিটি লাউ ৬০ ও বাঁধাকপি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে গিয়ে দেখা গেছে, স্থানভেদে ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে পাঙ্গাস বিক্রি হচ্ছে। বড় ও মাঝারি তেলাপিয়া ২৩০ টাকা থেকে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এক কেজির রুই-কাতলার ফাম হাঁকানো হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকা কেজি। দুই থেকে আড়াই কেজি ওজনের রুই-কাতলার মাছের দাম প্রতি কেজি ৩৭৫ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া স্থানভেদে শোল মাছ প্রতি কেজি ৬০০-৬৫০ টাকা এবং শিং মাছ ও বাইলা মাছ প্রতি কেজি প্রকারভেদে ৬০০-৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ইলিশ মাছের দামও বেশি। ৭০০ টাকার নিচে ছোট জাটকা ইলিশও কেনা যাচ্ছে না। ৮০০ গ্রাম সাইজের প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০০ টাকায়। আর এক কেজি সাইজ বা তার থেকে বেশি হলে দাম পড়ছে ১৮০০ থেকে দুই হাজার টাকা।

এদিকে মাংসের বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে। ১৭০ থেকে ১৮০ টাকা থেকে হঠাৎ ২১০ থেকে ২২০ টাকায়  বিক্রি হচ্ছে। এছাড়া বাড়তি আছে লেয়ার মুরগিও দামও, কেজিতে ৩৪০-৩৫০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩৪০-৩৫০ টাকা কেজি।

অপরদিকে দেশি মুরগি কিনতে কেজিতে খরচ ৫৫০ থেকে ৭০০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, খাসির মাংস ১১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। স্থানভেদে কম-বেশি দামে বিক্রি হচ্ছে।

Link copied!