আয়কর রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস

অর্থ-বাণিজ্য ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৩, ১১:০৭ এএম

আয়কর রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

জরিমানা ছাড়াই ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে রিটার্ন দেওয়ার নির্ধারিত সময় আগামীকাল ৩০ নভেম্বর শেষ হলেও ব্যক্তি পর্যায়ে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে। এছাড়া কোম্পানি করদাতার রিটার্ন জমার সময়ও বাড়ানো হয়েছে।

বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ১৫ জানুয়ারি; এই সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।

তবে রিটার্ন দেওয়ার সময় বাড়লেও বিশেষ সেবা মাসের সময় বাড়ানো হয়নি। অর্থাৎ ৩০ নভেম্বরের পর কর অফিসের মেলার মতো বিশেষ সেবা পাবেন না। সংশ্লিষ্ট সার্কেলে গিয়ে রিটার্ন দিতে হবে।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি।

আয়কর রিটার্ন জমা নিতে মাসব্যাপী কর অফিসগুলোতে বিশেষ সেবা দিচ্ছে সংস্থাটি তবুও ২৭ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন কেবল ১৬ লাখ ব্যক্তি করদাতা। এতে কর আদায় হয়েছে ৪ হাজার ২০০ কোটি।

কর অফিসে সরাসরি রিটার্ন জমার পাশাপাশি এবার সুযোগ আছে অনলাইনে পূরণ ও জমা দেওয়ার। কর্মকর্তারা জানান, অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন আরও ৩ লাখ করদাতা।

Link copied!