কোরবানির আগে মাংসের বাজার চড়া

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ১৪, ২০২৪, ০৬:১৮ পিএম

কোরবানির আগে মাংসের বাজার চড়া

প্রতীকী ছবি

কোরবানির ঈদ তথা পবিত্র ঈদুল আজহার মাত্র দুই দিন আগে মাংসের বাজার চড়া আছে। বাজার ঘুরে ক্রেতাদের তেমন ভিড় না দেখা গেলেও মাংসের দাম অনেক বেশি রয়েছে বলে জানান বিক্রেতারা। বেশ কয়েকটা বাজার ঘুরে জানা গেছে, সোনালি মুরগি ছাড়া সব ধরনের মুরগির দাম বেড়েছে। তবে আগের দামেই পাওয়া যাচ্ছে গরু ও খাসির মাংস।

আরও পড়ুন: কোরবানির ঈদ: ঝাঁঝালো দামে বিক্রি হচ্ছে আদা-পেঁয়াজ-রসুন

শুক্রবার (১৪ জুন) রাজধানীর শান্তিনগর ও মালিবাগ রেলগেট এলাকার বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকায়, দেশি মুরগি ৭০০-৭৫০ টাকায়, সাদা লেয়ার ও লাল লেয়ার যথাক্রমে ২৯০ ও ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগির দাম ২০-৩০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া জাতভেদে হাঁস বিক্রি করা হচ্ছে ৬০০-৭০০ টাকা প্রতি পিস।

মুরগির বাড়তি দামের কারণ জানতে চাইলে পরিবহন সংকটের কথা উল্লেখ করেছেন বিক্রেতারা। তারা জানান, ঈদের কারণে ট্রাক-পিকআপে গরু আসছে। ফলে মুরগির বাজারে কিছুটা সংকট চলছে। তাই পাইকারি ও খুচরা বিক্রিতে দাম বেড়েছে।

এদিকে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে ১০৫০-১২০০ টাকায়। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।

গরুর মাংস বিক্রেতারা বলছেন, ঈদে অনেক মানুষ গ্রামে চলে যাওয়ায় বাজারে ক্রেতার আনাগোনা কমেছে। গরুর দাম না কমায় মাংসের দাম কমানোও সম্ভব হচ্ছে না।

Link copied!