মার্চ ১৫, ২০২৪, ০৮:৩২ এএম
সংগৃহীত ছবি
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী সপ্তাহেই পেঁয়াজ আসতে শুরু করবে। ধারাবাহিকভাবে আমদানি করা হবে ৫০ হাজার টন পেঁয়াজ।
শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ আসতে আরো এক সপ্তাহ সময় লাগবে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারতের সরকার। কয়েক সপ্তাহ আগে ভারতীয় গণমাধ্যম জানায়, সরকারি পর্যায়ে জিটুজি পদ্ধতিতে বাংলাদেশসহ ৬টি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে ভারত।