মার্চ ১৫, ২০২৪, ০৮:৩২ এএম
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী সপ্তাহেই পেঁয়াজ আসতে শুরু করবে। ধারাবাহিকভাবে আমদানি করা হবে ৫০ হাজার টন পেঁয়াজ।
শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পেঁয়াজ আসতে আরো এক সপ্তাহ সময় লাগবে।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারতের সরকার। কয়েক সপ্তাহ আগে ভারতীয় গণমাধ্যম জানায়, সরকারি পর্যায়ে জিটুজি পদ্ধতিতে বাংলাদেশসহ ৬টি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে ভারত।