বাড়বে সুপেয় পানির ফিল্টারের দাম

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৬, ২০২৪, ০৪:০৩ পিএম

বাড়বে সুপেয় পানির ফিল্টারের দাম

প্রতীকী ছবি

পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করার প্রস্তাব করা হয়েছে। যার ফলে পানির ফিল্টার বা পিউরিফায়ারের দাম বাড়তে পারে, প্রতিবেদন ঢাকা ট্রিবিউনের। 

বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ২০২৪-২৫ অর্থ বছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপিত হয় জাতীয় সংসদে।

অর্থমন্ত্রী বলেন, “দেশে বর্তমানে গৃহস্থালিতে ব্যবহারযোগ্য পানি পরিশোধন যন্ত্র উৎপাদিত হচ্ছে। এ অবস্থায় দেশীয় শিল্পের সুরক্ষার জন্য পানি পরিশোধন যন্ত্রের আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১৫% করা যেতে পারে।”

এর ফলে পানির ফিল্টারের মোট করভার ৩৭% হবে।

এর আগে, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে প্রযোজ্য ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছিল।

এবারের বাজেট স্বাধীন বাংলাদেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২১তম বাজেট এটি।

আগের অর্থ বছরের (২০২৩-২৪) বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা।

Link copied!