পেট্রোল-অকটেনের মূল্য অপরিবর্তিত, কমেছে কেরোসিন-ডিজেলের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

মার্চ ৩১, ২০২৪, ১০:০৮ এএম

পেট্রোল-অকটেনের মূল্য অপরিবর্তিত, কমেছে কেরোসিন-ডিজেলের দাম

প্রতীকী ছবি

নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। বিশ্ব বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন হিসাব অনুযায়ী ভোক্তা পর্যায়ে কেরোসিন ও ডিজেলের খুচরা মূল্য ১০৮ টাকা থেকে কমে ১০৬ টাকা হয়েছে। এছাড়া অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে।

Link copied!