বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম, মুরগির দামে স্বস্তি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৫, ০১:১৬ পিএম

বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম, মুরগির দামে স্বস্তি

ছবি: সংগৃহীত

বাজারে আবারও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে সবজির দাম বেশ চড়া। সরবরাহে কোনো সংকট না থাকলেও, নাগালে আসছে না সবজি। বাড়তি পেঁয়াজের দামও। সরু চালের কেজিও ৯০ টাকার ওপরে। মাছের বাজারেও একই অবস্থা। তবে মুরগির মাংসের দাম কমেছে কিছুটা।

শুক্রবার, ২৫ এপ্রিল সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এমনটা দেখা গেছে। দাম বাড়া নিয়ে বিক্রেতা নানা অজুহাত দিলেও, বাজার তদারকির অভাবকেই এর বড় কারণ বলছেন ভোক্তা। খবর ইন্ডিপেন্ডেন্ট টিভি অনলাইন।

গ্রীষ্মের সবজির কমতি নেই রাজধানীর বাজারে। তবে এতে হাত দেওয়াও দায় ভোক্তার। দামে ফিরছে না স্বস্তি। বাজারভাবে বেগুন, কাকরোল, ধুন্দলের কেজি ১০০ টাকা। শাসা, পেঁপে, বরবটির জন্য গুনতে হচ্ছে অন্তত ৬০ টাকা। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল ৬০ টাকা, এখন লাগছে ৮০ টাকা। সজিনার দর সবসময় কিছুটা বেশি থাকে। এর কেজি দেখা গেছে ১২০ থেকে ১৪০ টাকা।

ক্রেতা-বিক্রেতারা বলছেন, সবজি নিয়ে কয়েকমাসে ক্রেতাদের মধ্যে যে স্বস্তি ছিল তা আর নেই। বাজারে এখন ৬০ টাকার নিচে কোনো সবজি নেই।

দাম বেড়েছে পেঁয়াজেরও। দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ আর আমদানি করা পেঁয়াজের কেজি ৫০ টাকা।

এদিকে, দু-সপ্তাহ ধরেই চড়া চালের বাজার। সরু ৯০ থেকে ১০০ টাকা আর মোটা চালের কেজি ৬০ টাকার বেশি। তবে সরবরাহের কমতি নেই।

ডিমের দামও ডজনে বেড়েছে ৫ টাকা। গত সপ্তাহের ১২৫ টাকার ফ্রার্মের ডিম এখন কিনতে হচ্ছে ১৩০ টাকা ডজনে।

তবে স্বস্তি ফিরেছে মুরগির দামে। ব্রয়লার ১৭০-১৮০ এবং সোনালি জাতের মুরগি ২৭০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম কমেছে গরুর মাংসেরও। গরুর মাংস এখন মিলছে ৭৫০ থেকে ৭৬০ টাকায়।

Link copied!