অক্টোবর ৮, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্ববাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলার অতিক্রম করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বুধবার সকালে এশিয়ার বাজারে সোনার দাম আউন্স প্রতি দাঁড়ায় ৪০১৭ দশমিক ১৬ ডলার।
চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। সুদের হার কমানোর প্রত্যাশা, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বৃদ্ধি, ইটিএফের চাহিদা এবং মার্কিন ডলারের দুর্বলতার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ঐতিহ্যগতভাবে অস্থিতিশীল সময়ে সোনাকে নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়। ২০২৪ সালে স্পট গোল্ডের দাম ২৭ শতাংশ বৃদ্ধি পায়। গত বছরের তুলনায় স্পট গোল্ডের দাম ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘অনিশ্চয়তা বাড়লে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়। এখনো আমরা সেই প্রবণতাই লক্ষ্য করছি।’
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউন বা সরকারি অচলাবস্থা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এ কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা কেনায় আগ্রহী হচ্ছেন। এর ফলেই দাম ঊর্ধ্বমুখী হচ্ছে।
যুক্তরাষ্ট্রে শাটডাউন অষ্টম দিনে পৌঁছেছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক প্রকাশ স্থগিত রয়েছে। এখন বিকল্প সূত্র থেকে তথ্য নিয়ে বাজার বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছেন বিনিয়োগকারীরা।
এদিকে স্পট সিলভারের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৮ দশমিক ৪৪ ডলার হয়েছে। প্ল্যাটিনাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫৭ দশমিক ৩৩ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৮ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।