বাণিজ্য মেলা শুরু আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৪, ১০:০৯ এএম

বাণিজ্য মেলা শুরু আজ

সংগৃহীত ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসরের দরজা খুলছে আজ (২১ জানুয়ারি)। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলার ঘিরে মূল ফটকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে। ফটকটি চট্টগ্রামে চালু হওয়া বঙ্গবন্ধু টানেলের আদলে নির্মাণ করা হয়েছে। মেলার মূল প্যাভিলিয়ন বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির আদলে তৈরি করা হয়েছে।

দেশি-বিদেশি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসরটি যৌথভাবে আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো। 

মাসব্যাপী এই মেলায় গতবারের চেয়ে বেড়েছে স্টলসংখ্যা। বিক্রিও বাড়বে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। মেলার স্থায়ী এই প্রাঙ্গণে তৃতীয়বারের মতো বসছে দেশ-বিদেশের ক্রেতা-ব্যবসায়ীদের মিলনমেলা।

বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ১৪ হাজার ৩৬৬ বর্গমিটার আয়তনের দুটি হল রয়েছে। এছাড়া প্রদর্শনী কেন্দ্রটির সামনে-পেছনে একাধিক প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টল রয়েছে। স্টলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০টি। যা গত বছর ছিল ৩৩১টি। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করবেন। গতবারের তুলনায় এবার প্রবেশমূল্য বেড়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা ও ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। যা গত বছর ছিল যথাক্রমে ৪০ ও ২০ টাকা।

গত বছর মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি ৩০০ কোটি টাকার পণ্য রপ্তানির অর্ডার পেয়েছিলেন ব্যবসায়ীরা। গত বছর ৩০ থেকে ৩৫ লাখ দর্শনার্থী উপস্থিত হয়েছিলেন বলে জানান আয়োজকরা। তারা আশা করছেন এবার আরও বেশি দর্শনার্থীরা আসবেন এবং কেনাবেচাও গতবারের তুলনায় বেশি হবে।

Link copied!