২১ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৫, ২০২৪, ০৩:০২ পিএম

২১ জানুয়ারি শুরু হবে বাণিজ্য মেলা

ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর বসছে আগামী ২১ জানুয়ারি (রবিবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলা উদ্বোধন করবেন।

সোমবার (১৫ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক-১ মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। মাসব্যাপী চলবে এ মেলা।

সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বাণিজ্য মেলা শুরুর সময় পেছানো হয় এবার।

প্রসঙ্গত, রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) তৃতীয়বারের মতো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে, শহরের শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। মূলত জনদুর্ভোগ এড়াতে বাণিজ্য মেলা মূল শহর থেকে পূর্বাচলে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

উল্লেখ্য ১৯৯৫ সাল থেকে ঢাকায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে মহামারি করোনার কারণে ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি।

Link copied!