এপ্রিল ৫, ২০২৫, ১২:২১ পিএম
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় ৭০টির মতো দেশের ওপর রিসিপ্রোক্যাল ট্যারিফ আরোপ করেছেন। এ প্রেক্ষিতে চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে। ফলে টালমাটাল হয়ে পড়েছে আমেরিকার শেয়ার বাজার। দেশটিতে করোনার মহামারির পর গত দুদিনে রেকর্ড দরপতন হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়।
এতে বলা হয়, এই দুদিনে মার্কিন শেয়ারবাজার ওয়াল স্ট্রিট থেকে ৫ ট্রিলিয়ন ডলার বা ৫ লাখ কোটি ডলার উধাও হয়ে গেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মার্কিন শুল্ক আরোপের ঘটনায় চীন আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর রিসিপ্রোক্যাল ট্যারিফ আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শুল্কনীতির মূল উদ্দেশ্য হলো আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়া।
চীনের ঘোষণার পর স্থানীয় সময় গতকাল শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ওয়াল স্ট্রিটে ব্যাপক দরপতন হয়। মাত্র দুই দিনে মার্কিন শেয়ারবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার হাওয়া হয়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা এমন এক বাণিজ্য যুদ্ধকে উসকে দিয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং আসন্ন মন্দার ভয়কে বাড়িয়ে তুলেছে। মার্কিন শেয়ারবাজার ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, এসঅ্যান্ডপি-৫০০ এবং নাসডাক কম্পোজিট—এই তিন সূচক ২০২০ সালের তাদের সবচেয়ে বড় পতন দেখেছে।
এসঅ্যান্ডপি-৫০০ সূচক দিনের শেষে ৬ শতাংশ এবং গত দুই দিনে ১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে, যার ফলে মাত্র দুই দিনে সূচকটির বাজার মূলধন ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার কমে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার মিলিয়ে ডাউ সূচক ৯ দশমিক ৩ শতাংশ এবং নাসডাক সূচক ১১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রতিক্রিয়া বিশ্বব্যাপী মন্দার আশঙ্কাকে উসকে দিয়েছে এবং মার্কিন কোম্পানিগুলোর বাজার মূলধন থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার উধাও করে দেওয়ার ঘটনা ঘটল। বিনিয়োগকারীদের মধ্যে ক্রমবর্ধমান আতঙ্ককে প্রতিফলিত করে শেয়ারবাজারের অনাস্থা ও ‘ভীতি সূচক’ সিবিওই ভোলাটিলিটি ইনডেক্স ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ স্তরে পৌঁছে লেনদেন শেষ করেছে।
বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের অনুমান, বছরের শেষ নাগাদ বিশ্ব অর্থনীতি মন্দায় প্রবেশ করার আশঙ্কা ৬০ শতাংশ, যা আগে ৪০ শতাংশ অনুমান করা হয়েছিল।
লন্ডনের ট্র্যাডিশন সংস্থার মার্কেট অ্যান্ড ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট স্টেফান ইকোল বলেছেন, ‘এটি তাৎপর্যপূর্ণ এবং এখানেই এর শেষ হওয়ার সম্ভাবনা কম। আর এ কারণেই বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।’