আয়কর বিবরণি জমার সময় বাড়ছে না: জাতীয় রাজস্ব বোর্ড

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২১, ০১:৩১ এএম

আয়কর বিবরণি জমার সময় বাড়ছে না: জাতীয় রাজস্ব বোর্ড

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর আয়কর বিবরণি জমা দেওয়ার সময় বাড়ানো হলেও এবার এই সময় সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)।

শনিবার (২৭ নভেম্বর) গণমাধ্যমে এনবিআর’র সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে  তিনি বলেন, “আগামী ৩০ নভেম্বর বা মঙ্গলবার আয়কর বিবরণি বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হবে। এবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হবে না।এরপর জমা দিতে চাইলে দিতে হবে জরিমানা।”

জাতীয় রাজস্ব বোর্ডের এই সদস্য আরও বলেন, “কারও কোনো সমস্যা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করলে বিনা জরিমানায় এক মাস সময় পাবে।”

আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণি দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর আয়কর বিবরণি দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল। মহামারীর মধ্যে গত বছরের মতো এবারও আয়কর মেলা হচ্ছে না।

জাতীয়  রাজস্ব বোর্ড সারা দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়কর দাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে সেবা মাস হিসেবে পালন করছে।

আয়কর বিবরণি দেওয়ার সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে মেলার পরিবেশ সৃষ্টি করে আয়কর বিবরণি জমা এবং এই সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে বলে এনবিআর সূত্র জানায়।

Link copied!