ইউরিয়া সারের দাম কেজিতে বেড়েছে ৬ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ০৪:৫৭ পিএম

ইউরিয়া সারের দাম কেজিতে বেড়েছে ৬ টাকা

ইউরিয়া সারের দাম বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে সরকার ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আজ (১ আগস্ট) থেকে ইউরিয়া সারের নতুন দাম কার্যকর হচ্ছে।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশে ডিলার পর্যায়ে ইউরিয়া সারের সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ১৪ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২২ টাকা নির্ধারণ করেছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র এই কর্মকর্তা আরও জানান, আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি ইউরিয়ার সারের বর্তমান দাম ৮১ টাকা। ফলে, ৬ টাকা দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি কেজিতে ৫৯ টাকা ভর্তুকি দিতে হবে। ২০০৫-০৬ অর্থবছরে প্রতি কেজি ইউরিয়া সারে ভর্তুকি ছিল মাত্র ১৫ টাকা।

Link copied!