চিনির দামে কারসাজি

ঈদের আগে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকারকে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

বিশেষ প্রতিবেদক

জুন ২২, ২০২৩, ১০:৪৯ পিএম

ঈদের আগে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকারকে নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

ঈদের আগে নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রয় করা হচ্ছে কি না তা মনিটরিং করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে (এনসিআরপিডি) নির্দেশ দিয়েছে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

টিপু মুনশী সাংবাদিকদের জানান, সুগার রিফাইনার্স এসোসিয়েশন এর দাবীর প্রেক্ষিতে ঈদের পর চিনির দাম এ্যাডজাস্ট বা সমন্বয় করা হবে। তবে ঈদের আগে যেনো বাড়তি দামে চিনি বিক্রি না হয় সে বিষয়ে ভোক্তা অধিদপ্তর বাজারে অভিযান পরিচালনা করবে।

বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে "প্রেজেন্ট স্ট্যাটাস এন্ড ফিউচার প্রসপেক্ট অব আয়ুর্বেদিক মেডিসিন ইন বাংলাদেশ" শীর্ষক এক সেমিনারে অংশগ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েই চলেছে। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার জন্য ট্যারিফ কমিশনকে বলা হয়েছে। তারা জানিয়েছে দেশের চিনির দামের সাথে আন্তর্জাতিক মূল্যের কিছুটা পার্থক্য রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির উপর যে শুল্কহার নির্ধারণ করা আছে তা কমানো অথবা ছাড় দেয়ার বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে অনুরোধ করবো। এটা করা হলে চিনির দাম কিছুটা কমানো সম্ভব হবে।

টিপু মুনশি জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমানোর সাথে সাথে দেশের বাজারে দাম কমিয়ে দেয়া হয়েছে এবং হ্রাসকৃত মূল্যে তেল বিক্রি করা হচ্ছে। সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের হাতে নাগালে রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। কিন্ত যেসব পণ্য আমদানি করতে হয় সেসব পণ্যের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে বাজারে বিক্রয় করতে হয়।

এপ্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশে চিনি ও ভোজ্যতেলের চাহিদার বিপরীতে প্রায় পুরোটাই আমদানি করতে হয়। এই দুই পণ্যর দাম উঠা নামা করে কারণ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারে  এর প্রভাব পড়ে।

Link copied!